27
বলিউড অভিনেতা এবং শিবসেনা নেতা গোবিন্দকে নিয়ে বড় খবর সামনে এসেছে। নিজের রিভলভার থেকে দুর্ঘটনাক্রমে পায়ে গুলি লাগার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোর ৫টার সময়।
নিউজ এজেন্সি এএনআই-এর সূত্র অনুযায়ী, মুম্বই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন যে গোবিন্দর পায়ে তাঁর নিজের রিভলভার থেকে গুলি লেগেছে। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
মুম্বই পুলিশ আরও জানিয়েছে, বলিউড অভিনেতা তাঁর জুহুর বাড়িতে একাই ছিলেন। ভোর পৌনে ৫টা নাগাদ এই বিপত্তি ঘটে। তাঁর লাইসেন্সড রিভলভার থেকে হঠাৎ গুলি চলে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে বাড়ির কাছেই ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে এসেছেন। পুলিশ জানিয়েছে, গোবিন্দ কোনো অভিযোগ দায়ের করেননি।