প্রয়াত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

ডেস্ক : প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতি সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।

প্রয়াত পরিচালক বেশ কিছুদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাঁর কিডনির সমস্যাও ছিল। জানা গিয়েছে বুধবারও তাঁর এক দফা ডায়ালিসিস হয়। বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী ডাকতে গেলে আর সাড়া মেলেনি।

তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘বাঘবাহাদুর’, ‘তাহাদের কথা’, ‘চরাচর’, ‘উত্তরা’, ‘লালদরজা’ ইত্যাদি।

সিনেমা তৈরির পাশাপাশি তিনি একজন কবিও ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলির মধ্যে রয়েছে, ‘গভীর আড়ালে’, ‘কফিন কিংবা সুটকেস’, ‘হিমজগ’, ‘ছাতাকাহিনি ইত্যাদি।

পরিচালকের মৃত্যুতে শোকস্তব্দ চলচ্চিত্র মহল।

Related posts

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা

মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’, দেখা যাবে একাধিক বাঙালি অভিনেতাকে

তারকাখচিত হোলি উদ্‌যাপন! কিংস এন্টারটেইনমেন্টের জমজমাট ‘কিংসমেনিয়া হোলি উৎসব ২০২৪’