বিনোদন

সপ্তমবার ফিল্মফেয়ার জিতলেন অরিজিৎ সিং

নিজের কেরিয়ারের সপ্তম ফিল্মফেয়ার জিতে নিলেন অরিজিৎ সিং। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ‘কেশরিয়া’ গানের জন্য সেরার শিরোপা উঠল তাঁর হাতে।

এ বারের ফিল্মফেয়ারে নমিনেশন তালিকায় ছিল অরিজিতের গাওয়া তিনটি গান। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ‘কেশরিয়া’ ছাড়াও ‘দেবা দেবা’ এবং ‘ভেড়িয়া’ ছবির ‘আপনা বনালে পিয়া’ গানের জন্য মনোনীত হয়েছিলেন অরিজিৎ। শেষমেষ ‘কেশরিয়া’র জন্য পুরস্কৃত হলেন গায়ক।

এর আগে, ২০১৪ সালে ‘তুম হি হো’ এবং ২০১৬ সালে ‘ইয়ে দিল হ্য়ায় মুশকিল’-এর জন্য সেরার স্বীকৃতি আসে অরিজিতের ঝুলিতে, এর পর ‘সুরজ ডুবা হ্য়ায়..’ (২০১৭), ‘রোকে না রুকে নয়না’ (২০১৮), ‘ইয়ে বতন’ (২০১৯) এবং ‘কলঙ্ক’ (২০২০) গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন অরিজিৎ।

প্রসঙ্গত, ফিল্মফেয়ার ২০২৩-এর আসরে একের পর এক পুরস্কার জিতে নিল সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং হর্ষবর্ধন কুলকার্নির ‘বাধাই দো’। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ১০টি পুরস্কার জিতেছে। যেগুলির মধ্যে অন্যতম সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং আলিয়া ভাট হয়েছেন সেরা অভিনেত্রী। ‘বাধাই দোট ছবিতে অভিনয়ের জন্য রাজকুমার রাও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.