কলকাতা: অস্কারের দৌড়ে এবার জায়গা করে নিল বাংলা গান! ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটি প্রাথমিক পর্যায়ে সেরা মৌলিক গানের তালিকায় নির্বাচিত হয়েছে। এই গানটি ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘পুতুল’-এর অংশ, যা ইতিমধ্যেই কান ফেস্টিভ্যালে প্রশংসা পেয়েছে।
বাংলা গানের ইতিহাসে এই প্রথমবার অস্কারের মঞ্চে প্রাথমিক নির্বাচনে জায়গা করে নেওয়া এক বিরাট সম্মান। গানটি মুক্তি পেয়েছিল চলতি বছর শিশু দিবসে। জাতীয় পুরস্কারজয়ী ইমন চক্রবর্তী এই সুখবর পেয়ে উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি।
এবারের অস্কারের সেরা মৌলিক গানের বিভাগে মোট ৮৯টি গান এবং সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য ১৪৬টি গান প্রাথমিক তালিকায় রয়েছে। অস্কারের মঞ্চে চূড়ান্ত মনোনয়নের জন্য এখন এই গানের মধ্যেই হবে তীব্র প্রতিযোগিতা। ইমনের এই সাফল্য বাংলা গানের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা। ইমনের কথায়, ‘‘আমি এখনও হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক। আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে।”