প্রথম পাতা খবর এ বার তাজমহলে বোমাতঙ্ক, নিরাপত্তায় জোর

এ বার তাজমহলে বোমাতঙ্ক, নিরাপত্তায় জোর

105 views
A+A-
Reset

নয়াদিল্লি: তাজমহলে হঠাৎ করেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে মঙ্গলবার। উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের অফিসিয়াল ইমেলে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি আসে। খবর পাওয়া মাত্রই তাজমহলের চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বম্ব স্কোয়াড, পুলিশ কুকুর, এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালায়।

এএসপি সৈয়দ আরিব আহমেদ জানিয়েছেন, ব্যাপক তল্লাশির পরও কোনও বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি। এটি একটি ভুয়ো হুমকি ইমেল ছিল, যা আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।

তাজমহল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ দেশি ও বিদেশি পর্যটক আসেন। এই ধরনের হুমকি শুধু পর্যটকদের নিরাপত্তার প্রশ্ন তোলে না, উত্তরপ্রদেশের পর্যটন শিল্পের জন্যও বড় ধাক্কা হতে পারে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসন প্রশংসা কুড়িয়েছে।

ঘটনাটির তদন্ত চলছে এবং পুলিশ ইমেলের প্রেরককে চিহ্নিত করার চেষ্টা করছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.