কলকাতা: সংসার আলো করে নতুন অতিথি এল শ্রেয়া এবং তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের ঘরে। মা হলেন নায়িকা শ্রেয়া ঘোষাল। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নিজেই সে খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। শেয়ার করার সঙ্গে সঙ্গে সেই পোস্টে লাইক আর কমেন্টের বন্যা।
সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া জানান, ‘আজ দুপুরে ভগবান আমাদের সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছে… একটি ফুটফুটে ছেলে! এটা একদম আলাদা অনুভূতি। যা আগে কখনও হয়নি। শিলাদিত্য আর আমি আর আমার পরিবার, আজ খুব খুশি। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের ছোট্ট সন্তানকে অসংখ্য ভালবাসা, প্রার্থনা আর আশীর্বাদ দেওয়ার জন্য ।’’
বিয়ের ৬ বছর পর এ বার সন্তান এল শ্রেয়া ও শিলাদিত্যর সংসারে ৷ এপ্রিল মাসে ঘটা করে সাধও খেয়েছিলেন শ্রেয়া । করোনা পরিস্থিতিতে বাইরে বেরতে না পারায় শ্রেয়ার বন্ধুরা তাঁকে ভার্চুয়াল সাধ খাইয়েছিল । তবে বাবা-মা ও পরিবারের সকলের কাছ থেকে ঘরোয়া ভাবে বেবি শাওয়ারেরও অনুষ্ঠান হয়েছিল শ্রেয়ার ।