ডেস্ক: টলিপাড়ার হার্টথ্রব অঙ্কুশকে নিয়ে ছবি করতে চলেছেন কৌশিক গাঙ্গুলী। এই প্রথম একসঙ্গে জুটি বাঁধছেন তাঁরা। ছবির নাম ‘কাবাডি কাবাডি’। জানা গিয়েছে, ছবিটির বিষয় প্রাথমিক ভাবে পরিচালকের সঙ্গে কথা হয়ে গিয়েছে অঙ্কুশের।তবে ছবির স্ক্রিপ্ট এখনও পড়া হয়নি।
খুব শীঘ্রই কৌশিকের সঙ্গে স্ক্রিপ্ট রিডিংয়ে বসবেন অঙ্কুশ। ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করবেন সোহিনী সরকার।কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘সিনেমাওয়ালা’-তে অভিনয় করেছেন সোহিনী। ধীর গতিতে এগোচ্ছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। সদ্যই মুক্তি পেয়েছে অঙ্কুশের ‘ম্যাজিক’। পরিচালক রাজা চন্দের এই ছবিতে একজন ম্যাজিশিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কুশ। এই ছবিতে ‘গার্লফ্রেন্ড’ ঐন্দ্রিলার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। বক্স অফিসে ভালই সাড়া পেয়েছে ‘ম্যাজিক’।
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী
এবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে অঙ্কুশ যে ‘অন্য ধারার’ ছবিতে প্রবেশ করতে চলেছেন,তা আর বলার অপেক্ষা রাখেনা।ডেবিউ হিন্দি ছবি ‘মনোহর পাণ্ডে’-র শ্যুটিংয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। শ্যুটিং কিছুটা শেষ করে,তবেই ‘কাবাডি কাবাডি’ ছবির কাজে হাত দেবেন পরিচালক।