প্রথম পাতা খবর প্রার্থী দিতে পারছে ISF, বামেদের ফিরিয়ে দিল ৪টি আসন

প্রার্থী দিতে পারছে ISF, বামেদের ফিরিয়ে দিল ৪টি আসন

142 views
A+A-
Reset

ডেস্ক: আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ এবার প্রার্থী দিতে পারছে না। ফলস্বরূপ, তাদের চারটি আসন বামে ফিরে আসতে হবে। বামরা ওই আসনে প্রার্থী দেবে। ৩০ আসনের সমঝোতা হলেও শেষ পর্যন্ত ২৬টি আসনেই লড়তে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।


জোটপ্রক্রিয়ার শেষলগ্নে ISF-এর দাবি মেনে তাদের ৩০টি আসন ছেড়েছিল বামেরা। কিন্তু তার মধ্যে অন্তত ৪টি আসনে প্রার্থী খুঁজে পাচ্ছে না আব্বাস সিদ্দিকির দল।  ওই আসনগুলি বামেদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে মোট ৩৩টি আসনে লড়বে তারা। এর মধ্যে তাদের ৭টি আসন ছেড়েছে কংগ্রেস। 

আরও পড়ুন: কৌশিক গাঙ্গুলির হাত ধরে ‘অন্য ধারার’ ছবিতে নিজেকে মেলে ধরতে চলেছেন অঙ্কুশ


নন্দীগ্রাম আসনটি ISF-কে ছেড়েছিল বামেরা। সেই আসনে প্রার্থী দিতে পারেনি তারা। আসনটিতে প্রার্থী হয়েছেন SFI নেত্রী মীনাক্ষি। এছাড়া পুরুলিয়ার রঘুনাথপুর ও বাঁকুড়ার শালতোড়া আসনদুটিতেও প্রার্থী পায়নি ISF। ফলে সেই আসন ২টিও ফিরিয়ে দিতে হয়েছে বামেদের। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.