ডেস্ক: আগামী ১২ই মে থেকে ‘ক্লিক’ এ শুরু হতে চলেছে ‘নেক্সট’ ওয়েব সিরিজের স্ট্রিমিং।
এই সিরিজে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সিরিজের পরিচালক সন্দীপ সরকার।গত বছরই সিরিজের শ্যুটিং সেরেছিলেন প্রয়াত অভিনেতা। সদ্যই মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার।
সিরিজে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আরেক ফেলুদা সব্যসাচী চক্রবর্তীকে। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মধুমিতা সরকার, ভাস্বর চট্টোপাধ্যায়, চন্দন সেন, বিশ্বজিৎ চক্রবর্তী, সমদর্শী দত্ত,বাদশা মৈত্র,সুমন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এটি একটি থ্রিলার সিরিজ। সিরিজে সুর দিয়েছেন সন্দীপ সরকার। মধুমিতা সরকারের কাহিনি অবলম্বনে সিরিজে গান গেয়েছেন ঊষা উত্থুপ।
একের পর এক চলচ্চিত্র জগতের সফল অভিনেতারা খুন হচ্ছেন চলচ্চিত্র জগৎ, শিল্পী মহল এবং রাজ্যে আতঙ্কের বাতাবরণ তৈরী হয়েছে।
পুলিশ প্রশাসন এই খুনের কোনো কিনারা করতে পারছে না। কে করছে এই খুন?
পরবর্তী শিকার কে?এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসতে চলেছে ‘নেক্সট’ ।