নিজস্ব প্রতিনিধি : টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। লকডাউনের সময় তিনি পরিবারের সঙ্গে সিঙ্গাপুরের বাড়িতেই সময় কাটিয়েছেন।
সিঙ্গাপুর থেকে ফিরে অভিনেত্রী শুরু করেছেন তাঁর আপকামিং হিন্দি ছবি সল্টের শ্যুটিং। তাই বেশ কিছু দিন ধরে দার্জিলিংয়ে রয়েছে ছবির গোটা টিম। সল্টে ঋতুপর্ণার বিপরীতে রয়েছেন চন্দন রায় সান্যাল।
আরও পড়ুন : ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স ডায়রেক্টরস্ অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলন
ছবির পরিচালক সানি রায়।একটি মেয়ের জীবনের নানা পর্ব নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। দু’জন সম্পূর্ণ বিপরীতধর্মী মানুষের প্রেমের গল্প ‘সল্ট’। কাহিনিতে ছ’টি পর্যায় রয়েছে।
ছবি শুরু হচ্ছে এদের শেষ দেখা হওয়ার জায়গা থেকে, আর শেষ হচ্ছে প্রথম সাক্ষাতের জায়গায়।ছবির প্রেক্ষাপট, কাহিনি, চরিত্র সবই কলকাতার। ছবিটি হিন্দীতে হওয়ায় অনেক বেশি দর্শকদের কাছে পৌঁছতে পারায় খুশি সানি।