কলকাতা: এপ্রিলে শুরু হতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি ‘কাবাড্ডি কাবাড্ডি’ র শ্যুটিং। গ্রামীণ জীবনের খেলাধুলা নিয়ে তৈরি হয়েছে এই ছবি ।ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অর্জুন চক্রবর্তী প্রমুখ। ছবিতে একজন কাবাডি কোচের চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক অভিনীত চরিত্রের নাম ‘মিলন’ I
ছবিতে কখনও তাঁকে দেখ যাবে একেবারে ধিলে ধালা হালকা পঞ্জাবিতে, তো কখনও একজন ক্রীড়াবিদের মতো ট্র্যাকস্যুট, ট্রাওজারে। অন্যদিকে সোহিনী সরকারের চরিত্রের নাম ‘সীমা’।
আরও পড়ুন: বিয়ে করতে চান সারা আলি খান!
গ্রামের একেবারে সাধারণ মেয়ে সে।’চঞ্চল’ একজন কাবাডি খেলোয়াড়। আর সেই চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। গ্রামের ক্রীড়াবিদদের মতোই তাঁর চেহারা।ছবির সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ।ছবির কিছুটা অংশের শ্যুটিং হবে বোলপুরে।