কলকাতা: নববর্ষ মানেই বাঙালিদের কাছে একরাশ নস্টালজিয়া। কর্মব্যস্ত জীবনে এই দিনটায় মনে পড়ে যায় ছোটবেলার হারিয়ে যাওয়া স্মৃতি।সেই সঙ্গে নতুন জামার গন্ধ,হালখাতার মিষ্টির কথা। অপরাজিতা আঢ্যর শৈশবের স্মৃতিটাও ছিল আর পাঁচটা সাধারণ পরিবারের মতই। ছোটবেলায় হাওড়ায় কেটেছে অপরাজিতা।সেখানেই বড় হয়ে ওঠা,পড়াশোনা সব কিছু। তাই শত ব্যস্ততার মাঝেও ঘুরে ফিরে তাঁর মনে চলে আসে ছোটবেলার স্মৃতি।
পয়লা বৈশাখ মানেই অপার কাছে ছিল বাবার সঙ্গে হালখাতা করতে যাওয়া। কতগুলো মিষ্টির বাক্স পেয়েছেন বসে বসে তা গুনে ফেলা। মিষ্টির বাক্স গুনেই আনন্দ পেতেন তিনি। আর ছিল কোল্ডড্রিকস।যা খেতে খুবই ভালোবাসতেন অপা। নববর্ষে নতুন পোশাকের পরিবর্তে নেলপলিশ এবং ওড়না কিনতেই বেশি পছন্দ করতেন অভিনেত্রী।’হালখাতার পাশাপাশি তাঁর উৎসাহ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি।
আরও পড়ুন: চলতি মাসেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কাবাড্ডি কাবাড্ডি’ র শ্যুটিং শুরু হতে চলেছে
অনুষ্ঠানের আগেরদিন অথবা অনুষ্ঠানের দিনই কালবৈশাখী ঝড় এলে উড়ে যেত তাদের অনুষ্ঠানের জন্য করা প্যান্ডেল। তবুও অনুষ্ঠান বাতিল হতে দেননি তিনি। খাওয়া-দাওয়া নাচে-গানে জমে উঠতো অপরাজিতার ছোটবেলার নববর্ষ।