জাত-পাতের রাজনীতি এবং একটি সম্প্রদায়কে হেনস্থার অভিযোগ। হিন্দি ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ পশ্চিমবঙ্গে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে এই রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হল। আর এরপরই বাংলার সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন এই ছবির প্রযোজক বিপুল শাহ।
এই সিনেমায় যে সব দৃশ্য দেখানো হয়েছে, তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই ছবিটি নিষিদ্ধ করা হল। কলকাতা থেকে জেলা— সর্বত্র শান্তি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে সরকারিভাবে কোনো ছবির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। , মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক দলগুলি আগুন নিয়ে খেলছে। ‘দ্য কেরালা স্টোরি’ একটা বিকৃত কাহিনি।

তবে ছবির পরিচালক সুদীপ্ত সেনের দাবি, সমাজকে আঘাত করার জন্য এই সিনেমা নয়। প্রযোজক শাহ জানিয়েছেন, “যদি কোনও রাজ্য সরকার বা বেসরকারি ব্যক্তি ছবিটি বন্ধ করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা সম্ভাব্য সব আইনি ব্য়বস্থা নেব।”