কলকাতা: রবিবার সকাল ছ’টা থেকে আগামী ৩০ মে সন্ধ্যা ছ’টা পর্যন্ত রাজ্যে লকডাউন জারি করা হল। আগামিকাল, রবিবার থেকে বন্ধ হয়ে গেল টালিগঞ্জের শ্যুটিং। আপাতত বন্ধ থাকলেও শর্তসাপেক্ষে শ্যুটিং চালানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি করেছেন ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস্ অ্যান্ড ওয়ার্কার্স্ অব ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাস।
সরকারের নির্দেশিকায় শ্যুটিং নিয়ে স্পষ্ট করে কিছু না বলা হলেও, বন্ধ থাকবে সব যান চলাচল। নবান্ন জানিয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি চলবে। কীভাবে শ্যুটিং সম্ভব?
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন যে তাঁদের চিফ সেক্রেটারি নবান্ন থেকে যে নির্দেশিকা জারি করেছেন যে শুধু জরুরি পরিষেবা খোলা থাকবে। সেই প্রেক্ষিতেই তাঁরা বুঝেছেন কোভিড পরিস্থিতি যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছে। সেটার কথা মাথায় রেখেই তাঁরা শ্যুটিং বন্ধ করবার সিদ্ধান্ত নিয়েছেন।
তাঁর কথায়,” এই শিল্পে কাজ করলেই টাকা পাওয়া যায়। নো ওয়ার্ক নো পে-তে চলে ইন্ডাস্ট্রি। তাই শ্যুটিং চালিয়ে যাওয়ার জন্য শর্তসাপেক্ষে ছাড় দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব।”