প্রথম পাতা বিনোদন রিল লাইফে রিয়েল জুটি, ভালোবাসার দিনেই মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রথম ছবি

রিল লাইফে রিয়েল জুটি, ভালোবাসার দিনেই মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রথম ছবি

125 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : ভালোবাসার দিনে মুক্তি পেতে চলেছে ভালোবাসার ছবি ম্যাজিক। ছবির পরিচালক রাজা চন্দ্র। ছবিতে এই প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন রিয়েল লাইফ জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা।

অঙ্কুশ-ঐন্দ্রিলা অফস্ক্রিন রোমান্স এবার ফুটে উঠবে অনস্ক্রিন দর্শকদের সামনে। এছাড়াও ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার,বিদীপ্তা চক্রবর্তী, পায়েল সরকার প্রমুখ। ছবিতে সঙ্গীতের পরিচালনা করেছেন ডাব্বু ও স্যাভি।

নতুন বছরে মায়ার জগতে সকলকে স্বাগত জানাতে আসছে এই ছবি । ‘ম্যাজিক’ ছবিতে জাদুকরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অঙ্কুশকে। ছবির ট্রেলারে ইতিমধ্যেই অঙ্কুশের মুখেই জানা গিয়েছে তাঁর বাবাও একজন জাদুকর ছিলেন ।

আরও পড়ুন : ভ্যালেন্টাইনস ডেতে চোখ রাখুন প্রেমের ‘ডিকশনারি’-তে

ছোটদের ‘ম্যাজিক’ দেখাতেন তিনি। টানাপোড়েনে তাদের ছোট্ট একটা সংসার। কিন্তু…… আর এই কিন্তুর মধ্যেই কি লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনও সত্যি! অঙ্কুশ কী লুকোচ্ছেন? প্রশ্ন করতে শোনা গেল ঐন্দ্রিলাকে। গোটা ট্রেলার জুড়ে রয়েছে একটা ধোঁয়াশা।

ট্রেলার দেখে মনে হল, অঙ্কুশের মনের গভীর লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর কোনও সত্যি। সবশেষে সমস্ত প্রশ্ন একত্রিত হল একটি দৃশ্য ঘিরে, যেখানে একটি ম্যানিকুইনকে সাজিয়ে, তাঁকে নিয়েই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অঙ্কুশকে।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.