ঘূর্ণাবর্তের জের, আজও রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: সোমবার দক্ষিণবঙ্গে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরির পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। তবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে এই পরিস্থিতি চলবে। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার দুপুর থেকেই রাজ্যের নানা প্রান্তে শুরু হয় দুর্যোগ। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হয়েছে। দমকা ঝোড়ো হাওয়ায় কোথাও কোথাও উপড়ে গিয়েছে গাছ। পরিস্থিতির দিকে নজর রেখে সোমবারের জন্যও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কয়েকটি জেলায়। মঙ্গল এবং বুধবার উত্তরবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিমাংশ এবং প্রতিবেশী ছত্তীসগঢ়ের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। এই কারণেই ৩০ এপ্রিল থেকে ৩ মে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related posts

পূর্বপরিকল্পিত ঘটনা? নেপথ্যে শুভেন্দু?সন্দেশখালি স্টিং ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য

তাপপ্রবাহের বিদায় নেওয়ার পালা, এ বার কালবৈশাখীর বিশেষ সতর্কতা

বিদ্যুতের মাশুল কি সত্যিই বেড়েছে? না কি রাজ্য সরকারের ‘বদনাম’ করতে সোশ্যাল মিডিয়ার ভুয়ো চর্চা!