ডেস্ক: আমেরিকায় বন্দুকবাজের হানায় নিহত কমপক্ষে ১০ জন। জানা গিয়েছে, সোমবার কলোরাডোর একটি সুপারমার্কেটে হামলা চালায় বন্দুকবাজেরা। এ দিন হঠাৎই ‘কিং সুপার্স’ দোকানের সামনে এক বন্দুকবাজ গুলি চালাতে শুরু করে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এক পুলিশ কর্মী-সহ ১০ জনের মৃত্যু হয় সেই হামলায়। গুরুতর জখম অবস্থায় এক হামলাকারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বোল্ডার পুলিসের অফিসার কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, ওই অভিযুক্তও গুলিতে আহত হয়েছেন।কী উদ্দেশ্যে হামলা তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: করোনায় বেড়েছে সন্তানের মেদ? এখনই সতর্ক হোন বাবা-মায়েরা
সোমবার দুপুরে স্থানীয় কিং সুপারস সুপারমার্কেটে এই হামলা হয়। সারাদিনই মানুষের ভিড় থাকে সেখানে। কিছু দূরেই কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ফলে বহু পড়ুয়ারও যাতায়াত এখানে। ঘটনার সময়ও দোকানে অনেকে ছিলেন।