প্রথম পাতা খবর ‘ডবল টিচার রিক্রুট করব,যাতে আরও বেশি শিক্ষক নিয়োগ হয়’, পুরুলিয়ায় মমতা

‘ডবল টিচার রিক্রুট করব,যাতে আরও বেশি শিক্ষক নিয়োগ হয়’, পুরুলিয়ায় মমতা

144 views
A+A-
Reset

ডেস্ক: নির্বাচনী প্রচার পুরুলিয়ায় তৃণমূলনেত্রী। এদিন পুরুলিয়ার পারার সভা থেকে রাজ্যের আরও বেশী কর্মসংস্থানের আশ্বাস দেন, তিনি বলেন, ‘আমরা ডবল টিচার রিক্রুট করব। যাতে আরও বেশি শিক্ষক নিয়োগ হয়। ১০০ দিনের কাজ বাড়াব। ৭৫ শতাংশ ইউনিট যারা নেন তাদের বিদ্যুতের দাম দিতে হবে না। আমরা সুলভে বিদ্যুৎ দেব।’ ‘৫০ শতাংশ বেকারি কমিয়েছি। আরও ৫০ শতাংশ কমাব। দারিদ্র কমিয়েছি। ৫ শতাংশে নামিয়ে আনব।


সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উন্নয়নের ক্ষতিয়ান তুলে ধরে তিনি বলেন,  ‘পুরুলিয়ার জঙ্গলমহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ। লক্ষ লক্ষ ছেলের কর্মসংস্থান। রঘুনাথপুর শিল্পে বিনিয়োগ। পারা, রঘুনাথপুর জুড়ে শিল্পনগরীতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ। লক্ষ লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে।’
 ‘পারা রঘুনাথপুর অঞ্চলে জলের সমস্যা ছিল দীর্ঘদিনের। ‘নেতুড়িয়া, অযোধ্যায় ৩ হাজার অধিবাসী জল পাবেন। পুরুলিয়ার ৫০ শতাংশ মানুষের কাছে জল পৌঁছে দেব। একদিকে শিল্পনগরী। অন্যদিকে কর্মসংস্থান।’তিনটি পানীয় জলপ্রকল্প হয়েছে। বসানা হয়েছে ৩৩ হাজার টিউবওয়েল। আনমরা যখন ক্ষমতায় আসি তখন মাত্র ১৯ শতাংশ লোক জল পেতেন। এখন ১৯টি জলপ্রকল্প হয়েছে। জাইকাল জলপ্রকল্প জাপান সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের চুক্তিবদ্ধ হয়ে কাজ। জাপান কাজে দেরি করেছে।’
স্বাস্থ্যসাথী অবশ্যই করাবেন। বছরে চিকিতসার জন্য ৫ লক্ষ টাকা পাবেন। বাবা-মায়েরও চিকিতসা করাতে পারবেন।’


তিনি বলেন, ‘আজ অসমের ম্যানিফেস্টো, ত্রিপুরার ম্যানিফেস্টো নিয়ে আসুন। শিক্ষক ছাঁটাই। বিজেপি থেকে সাবধান। স্টেনগান থেকে সাবধান। 
কেন্দ্রের বেসরকারিকরণ, মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে তোপ দেগে বলেন,  ‘আজ গ্যাসের দাম কত? ৯০০ টাকা। নরেন্দ্র মোদি সব খেয়ে নিয়েছে। ভোটের আগে দাম কমিয়ে আবার বাড়িয়ে দেবে। আমরা যদি বিনা পয়সায় চাল দিতে পারি, তোমাকে বিনা পয়সায় গ্যাস দিতে হবে। কেরোসিন কমিয়ে দিয়েছে। ব্যাঙ্ক, বিক্রি, বিমা বিক্রি, বিএসএনএল বিক্রি করছে। সব কারখানা বন্ধ করে দিচ্ছে। শুরু মোদির মিথ্যে কথা বলার কারখানা চালু থাকবে।’

আরও পড়ুন: নির্বাচন শেষ হলে পালিয়ে যায়, আর ডুগডুগি বাজায়, বাঁকুড়া সভায় বিজেপিকে কটাক্ষ মমতার


সভা থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দেন, বলেন, ‘বিজেপি ভাবছিল মমতার তো পায়ে মেরেছি আমরা। ওকে চোট করে দিয়েছি, বেরোতে পারবে না। আমাকে তো চেনে না। আমি এক পায়ে যা শট মারতে পারি না, ওদের এক শটে মাঠের বাইরে বের করে দেব। ওরা আমাকে চেনে না। আমি লড়াই করা লোক।

বিস্তারিত আসছে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.