গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি যাত্রিবাহী বিমান ভেঙে পড়েছে। দুর্ঘটনার পরে বিমানে আগুন লেগে যায়। দমকলের অন্তত সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আহতদের স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিমানে অনেক যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানে মোট ২৪২ জন যাত্রী এবং বিমানকর্মী ছিলেন। তবে রয়টার্সের দাবি, বিমানটি এয়ার ইন্ডিয়ার এবং ব্রিটেনের বার্মিংহ্যামের উদ্দেশে যাচ্ছিল। সেই বিমানে ১৩৩ জন যাত্রী ছিলেন।
অন্য সূত্রের দাবি, বিমানটি লন্ডনের দিকে যাচ্ছিল। কোন বিমান সংস্থার বিমান, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। উদ্ধারকাজ চলছে। স্থানীয় সূত্রের খবর, ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। ফলে বেশি উচ্চতায় উঠতে পারেনি। লোকালয়ের উপর ভেঙে পড়ায় অনেকের প্রাণহানির আশঙ্কা।
আহমেদাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ঠিকই, তবে বিমানটির ধরন এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। ইতিমধ্যে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।