কলকাতা: কৃষিপণ্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী। সবজির দাম কীভাবে এত বাড়ছে, তা নিয়ে বৈঠকে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
বাজারে অগ্নিমূল্য। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আসলে তিন মাস ধরে ভোট চলেছে। তখন যে যত পেরেছে কামিয়েছে। সরকার তখন কমিশনের অন্তর্গত হয়। আর নির্বাচন কমিশনের তো এটা দেখা কাজ নয়। শুধু অফিসারদের বদলি করলেই কাজ হয়ে যায়। যে কেয়ার নেওয়া উচিৎ ছিল তা নেওয়া হয়নি।” নির্বাচনী বন্ডের টাকা তুলতেই সব্জির দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্ন তোলেন মমতা।
একই সঙ্গে তাঁর হুশিয়ার, “মুনাফা করার লিমিট নেই। সবজির গাড়ির পুলিশ আটকায় না। বাজারে সিআইডি, পুলিশ, আইবি নজরদারি করুন। এর জন্য টাকা নেবেন না। আমি যদি কারোর কাছে শুনতে পাই এর জন্য তোলাবাজি নেওয়া হয়েছে তাহলে অ্যাকশন নেব।”
এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “মূল্যবৃদ্ধি রুখতে টাস্ক ফোর্স গঠন করেছিলাম। শেষ কবে তারা বৈঠকে বসেছে জানি না। যত দিন দাম না কমে, তত দিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্যসচিব, ডিজিকে নির্দেশ দিচ্ছি। কতটা দাম কমল, তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। ১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।”