‘দিদিকে বলো’র ধাঁচে ‘বিধায়ককে বলো’ কর্মসূচি

এবার সেই ‘দিদিকে বলো’র ধাঁচেই শুরু হল ‘বিধায়ককে বলো’। জনসংযোগের আর এক ধাপ শুরু হল তৃণমূলে। এবার এই কর্মসূচির প্রণেতা খোদ বিধায়ক। দক্ষিণ কলকাতার রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার চালু করলেন ‘বিধায়ককে বলো’। অন্যদিকে, উত্তর শহরতলি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সিও চালু করছেন ‘আমার কথা বিধায়কের কাছে’।

সাধারণ মানুষের কাছে আরও নিবিড়ভাবে পরিষেবা ও মুখ্যমন্ত্রীর সরকারি প্রকল্প পৌঁছনোর টার্গেট নিয়ে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে চালু হচ্ছে ‘বিধায়ককে বলো’। নয়া পরিষেবায় নাগরিকরা নিজের বিধায়ককে নিজেই যাবতীয় অভিযোগ, সমস্যা বা চাহিদা জানাতে পারবেন। শুধু তাই নয়, ২৪ ঘণ্টার মধ্যেই পরবর্তী ব্যবস্থা গ্রহণের তথ্যও পেয়ে যাবেন অভিযোগকারী।

লোকসভা নির্বাচনের পর ‘দিদিকে বলো’ কর্মসূচি সাড়া ফেলে দিয়েছিল। সেখানেও বিধায়ককে জনসংযোগে শামিল হতে হয়। এবার সরাসরি বিধায়ক এককভাবে জনসংযোগ কর্মসূচির ডাক দিলেন। ‘বিধায়ককে বলো’ কর্মসূচিতে মানুষের সঙ্গে সরাসরি সংযোগস্থাপন করতে চাইছেন তৃণমূল বিধায়কেরা।

আরও পডুন: উদ্বেগ বাড়িয়ে বাড়ল দৈনিক মৃত্যু সংখ্যা। চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ কেসও

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?