কৃষক আন্দোলনের আবহে আখ চাষিদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি গ্যারান্টির দাবি নিয়ে আন্দোলনে পথে নেমেছেন কৃষকরা। এরই মধ্যে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। বাড়ানো হল আখের ন্যায্য পারিশ্রমিক মূল্য (FRP)।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ২০২৪-২৫ অর্থবর্ষে আখের এফআরপি কুইন্টাল পিছু ২৫ টাকা বাড়িয়ে ৩৪০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গিয়েছে, সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৫ কোটিরও বেশি আখচাষি। এছাড়াও চিনি শিল্পের সঙ্গে যুক্ত লক্ষাধিক পরিবার এই সিদ্ধান্তে উপকৃত হবে। আখের বর্ধিত মূল্যের ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “কৃষক ও কৃষিক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যেই কাজ করছে আমাদের সরকার।”

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এ বার কেন্দ্র এফআরপি বাড়ানোয় আখচাষিরা কিছুটা লাভবান হবেন। লোকসভা ভোটের আগে যার মুনাফা ইভিএম-এ তুলতে সক্রিয় হবে বিজেপি।

Related posts

চাকরি বাতিলের রায়ে সায়, তবে মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন