45
কলকাতা: ফের বাস দুর্ঘটনা। সোমবার সকালে পার্ক স্ট্রিটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সরকারি বাস ডিভাইডারের উপর উঠে যায়। ঘটনাস্থল হাওড়া থেকে আসা বাসটিকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুটি বাসের রেষারেষির জেরে ঘটে এই দুর্ঘটনা। জোরে গতি ও প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক চালক। বাসটি সোজা উঠে পড়ে মাঝরাস্তায় থাকা ডিভাইডারের উপর।
দুর্ঘটনায় অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে এক শিশু ও এক বৃদ্ধও রয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ট্র্যাফিক কন্ট্রোল। দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরানোর কাজ চলছে। রেষারেষির বিষয়টি খতিয়ে দেখছে লালবাজার।