১৩,৫০০ কোটি টাকার পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোক্সীকে অবশেষে গ্রেফতার করল বেলজিয়াম পুলিশ। শনিবার বেলজিয়ামে তাঁকে আটক করা হয়। সিবিআই সূত্রে জানা গেছে, ২০১৮ ও ২০২১ সালের মুম্বই আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই এই গ্রেফতার।
বর্তমানে বেলজিয়ামের জেলে রয়েছেন ৬৫ বছরের মেহুল চোক্সী। যদিও সূত্রের খবর, স্বাস্থ্যের কারণ দেখিয়ে তিনি জামিনের আবেদন করতে পারেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ও ইডি-র ওয়ান্টেড লিস্টে ছিলেন তিনি।
মেহুল চোক্সীর বিরুদ্ধে অভিযোগ, ভাইপো নীরব মোদীর সঙ্গে মিলে পিএনবি-র ব্র্যাডি হাউস ব্রাঞ্চ থেকে ভুয়ো নথি দেখিয়ে ১৩,৫০০ কোটি টাকার ঋণ তুলেছিলেন। ২০১৮ সালের জানুয়ারিতে দু’জনেই দেশ ছেড়ে পালান। বর্তমানে নীরব লন্ডনে, এবং তাঁর প্রত্যর্পণ চেয়ে আবেদন করেছে ভারত সরকার।
মেহুল চোক্সী বর্তমানে অ্যান্টিগার নাগরিক। বেলজিয়ামে স্ত্রীর নাগরিকত্বের সূত্রে সেখানেই থাকার চেষ্টা করছিলেন। একবার ডমিনিকাতেও ধরা পড়লেও ছাড়িয়ে যান। তবে এবার বেলজিয়ামে গ্রেফতারের পর তাঁকে ভারতে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়েছে।
গত বছর কেন্দ্র জানায়, মেহুল চোক্সীর ২২,২৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যা বিক্রি করে প্রতারণার টাকা মেটানো হবে।