237
কলকাতা: একটি মামলায় বার বার হাজিরা এড়ানোর অভিযোগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে বিধাননগরের সাংসদ-বিধায়ক আদালত।
জানা গিয়েছে, পুরনো একটি মামলায় তাঁকে একাধিক বার তলব করেছিল আদালত। ২০২৩ সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় হিংসা ছড়ানো, মারধর, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা হয় সৌমিত্র খাঁর বিরুদ্ধে। তদন্ত করে চার্জশিটও পেশ করে পুলিশ। কিন্তু তিনি বার বার আদালতের তলব এড়ান। সেই কারণেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল বলে খবর।
তবে সৌমিত্রের দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূল না করলেই বিরোধীদের নামে মামলা দায়ের হয় এবং তাঁর সঙ্গেও একই ঘটনা ঘটেছে।