কলকাতা: দিনে দুপুরে সিঁথিতে চলল গুলি। সিঁথিতে স্বর্ণব্যবসায়ীর কাছ থেকে সোনার হার ছিনতাইয়ের চেষ্টা। ব্যর্থ হয়ে গুলি ছুড়তে ছুড়তে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় সিঁথির শম্ভুদাস লেনে। স্থানীয়দের দাবি, এরকম ঘটনা এর আগে কখনও এলাকায় ঘটেনি। কোভিডকালে শুনশান পাড়ায় দুষ্কৃতী তাণ্ডবে কার্যত হতবাক তাঁরা
এলাকায় স্বর্ণ ব্যবসায়ী পবিত্র বারিক বলেন, “এদিন দুপুরে কাকার বাড়িতে বাইক রাখতে ঢুকছিলাম। হঠাৎ দেখি কে যেন গলায় হাত দিচ্ছে। আমি ভাবলাম চেনা কেউ। ঘোরার আগেই হালকা টান। দেখছি ওর হাতে চেনটা ঝুলছে। বুঝলাম চেনা কেউ নয়। যেই কাকিমা বলে চিৎকার করেছি, তখনই বন্দুক করে আমার হাতের ব্রেসলেটটা খুলে নেয়। তারপরই পালিয়ে যায় ওরা।”
ব্যবসায়ী জানান, তাঁর চিৎকারে বাড়ির ভিতর থেকে ছুটে আসেন ভাই ও মা। তাঁদের দেখে দুষ্কৃতীরা বন্দুক তাক করে বাইকে ওঠে। এর পর ব্যবসায়ীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় তারা। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেই গুলি। গুলি চালাতে চালাতে মোটরসাইকেলে করে এলাকা ছাড়ে ২ দুষ্কৃতী।
ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুষ্কৃতীদের মাথায় ছিল হেলমেট। মুখে ছিল মাস্ক। ফলে চেনা যায়নি তাদের। তবে তাদের শারীরিক গঠনের বর্ণনা দিয়েছেন তাঁরা। ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের দেখা মিলেছে।