কলকাতা : নাগরিকদের সুরক্ষায় বিধান নগর পুলিশ কমিশনারেট নতুন বছরের প্রথম দিনই একটি মোবাইল অ্যাপ চালু করলো ।
‘বিপুল’ নামে এই অ্যাপে অন্যান্য ফিচার এর সঙ্গে একটি বিশেষ প্যানিক বাটন রয়েছে। কেউ বিপদে পড়ে এই বাটন টিপলেই কর্তব্যরত পুলিশের কাছে তার অবস্থানের বিস্তারিত তথ্য পৌঁছে যাবে। কোনওরকম ফোন কলের প্রয়োজন পড়বে না। ফলে বিপদগ্রস্তের কাছে দ্রুত পৌঁছতে পারবে পুলিশ।
বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার জানিয়েছেন, আইটি সেক্টরে কর্মরত মহিলাদের পাশাপাশি, একটু বেশী রাতে বাড়ি ফেরেন যে সমস্ত মহিলারা, রাতের শহরে তারা বিপদে পড়লে সাহায্য করবে এই অ্যাপ।
প্রবীণ নাগরিক, শিশু ও মহিলাদের জন্যও আলাদা, আলাদা ফিচার থাকছে এই অ্যাপে। এছাড়াও কোভিড ১৯ সংক্রান্ত তথ্য এবং উড়ানের সময়সারণীও থাকবে ‘বিপুল’-এ।
অ্যাপ উদ্বোধনের পাশাপাশি এলাকায় নিরাপত্তা এবং নজরদারির জন্য কমিশনারেটের পক্ষ থেকে একটি স্কুটার বাহিনীকেও রাস্তায় নামানো হয়।