প্রথম পাতা খবর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! অন্তত ৮ জনের মৃত্যু অন্ধ্রপ্রদেশে

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! অন্তত ৮ জনের মৃত্যু অন্ধ্রপ্রদেশে

37 views
A+A-
Reset

রবিবার (১৩ এপ্রিল) অন্ধ্রপ্রদেশের অনাকাপল্লিতে একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে আটজন শ্রমিকের মৃত্যু। এসপি তুহিন সিনহা জানিয়েছেন, এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এই দুর্ঘটনায় আরও সাতজন গুরুতরভাবে আহত হয়েছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভি অনীতা সাংবাদিকদের জানান, “এই অগ্নিকাণ্ডে দুই মহিলা সহ আটজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।” আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসনকে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলেছেন চন্দ্রবাবু নাইডু । ঘটনাটি ঘটেছে দুপুর পৌনে ১টা নাগাদ। মৃতদেহগুলি উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠানোর কাজ দ্রুত তৎপরতায় সঙ্গে করে বর্তমানে দমকল ও উদ্ধারকারী দল। স্থানীয়রাও পুলিশকে ঘটনাস্থলে সহযোগিতা করে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.