মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনা করছে ব্রিটিশ এয়ারওয়েজ। প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে এবং যাত্রীসংখ্যা ও বিজনেস-ফার্স্ট ক্লাসের চাহিদা নিয়ে সমীক্ষা করবে সংস্থা।
লন্ডন সফরে গিয়ে হাই কমিশন ও বণিকসভায় মুখ্যমন্ত্রী সরাসরি বিমান চালুর অনুরোধ জানান। তিনি বলেন, জ্বালানিতে ছাড়সহ বিশেষ সুবিধা দেওয়া হবে। আগে থাকা এই পরিষেবা কেন বন্ধ হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ব্রিটিশ এয়ারওয়েজ ইতিমধ্যেই সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে, শীঘ্রই পরিষেবা চালুর আশা। জানা যাচ্ছে, বিমান কর্তৃপক্ষ যাত্রী সংখ্যা নিয়ে সমীক্ষা করবে। বিজনেস ও ফার্স্ট ক্লাস ভর্তি হওয়ার সম্ভাবনা নিয়েও সমীক্ষা চালাবে কর্তৃপক্ষ। কারণ, এই দুটি ক্লাস ভর্তি হলেই আর্থিকভাবে লাভবান হবে বিমানসংস্থা।