54
ভাটপাড়ায় ফের দুষ্কৃতী তাণ্ডব। বোমা গুলি চলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ।
প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং-এর বাড়ির সামনে এই বোমাবাজি ও গুলি ছোড়ার চালানোর অভিযোগ উঠেছে। অর্জুন সিংয়ের দাবি, পুলিশের সামনেই হামলা হয় এবং বোমাবাজিও চলে। ঘটনার সূত্রপাত মেঘনা মিলের শ্রমিকদের মধ্যে অশান্তি থেকে।
তৃণমূলের দাবি, অর্জুন সিং নিজেই গুলি চালিয়েছেন এবং এতে নমিত সিং ঘনিষ্ঠ সাদ্দাম আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী।
তবে বিজেপি নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।