ডেস্ক: বিজেপির ইস্তেহার ঘোষণা পর। অমিত শাহ যার নাম দিলেন সংকল্প পত্র। সংকল্প করলাম, বাংলাকে সোনার বাংলা বানাবো। বিজেপি সংকল্পপত্রকে নিশানা করল তৃণমূল। গুজরাটি ইশতাহারকে প্রত্যাখান করছে বাংলা।
বিজেপির ‘সংকল্পপত্র’ প্রকাশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কেন আসতে হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর টুইট, ‘বাংলায় ভোটের জন্যে গুজরাটির হাতে মিথ্যায় ভরা ইশতাহার প্রকাশিত হল। ২৯৪টি কেন্দ্রে প্রার্থী খুঁজে পায় না একটা দল। এই ধরনের অনুষ্ঠানের জন্য রাজ্যের নেতাও নেই।
আরও পড়ুন: বাংলায় সিঙ্গল উইনডো হল ভাইপো উইনডো’, খড়গপুরে মোদী
তৃণমূল সাংসদ নুসরত জাহানের কথায়,’বিজেপির ইশতাহার দিশাহীন। এটা বুঝিয়ে দিল, ওরা পর্যটকই। এটা বাংলার মানুষের জন্য ইশতাহার নয়। বরং বহিরাগতদের দ্বারা, বহিরাগতদের জন্য করা হয়েছে।’