কলকাতা: মানিকতলা, বাগদা, রাণাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হল শনিবার। চার কেন্দ্রেই জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা।
মানিকতলায় ৬২ হাজারের বেশি ভোটে জিতেছে তৃণমূল। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে ওই কেন্দ্রের বিধায়ক হতে চলেছেন। তৃণমূলের জয়ের ব্যবধান ৬২,৩১২।
বাগদা বিধানসভা আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ২৫ বছর বয়সি মধুপর্ণা প্রায় ৩৪ হাজার ভোটে জিতেছেন এই আসনে। এই আবহে প্রায় একযুগ পরে বাগদায় তৃণমূল জিতল। উপ-নির্বাচনে জিতে পারলে দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার নজির গড়লেন মধুপর্ণা।
এই প্রথমবার রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হল তৃণমূল। জয়ী হলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। দলবদল করে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তৃণমূলে ফেরার পর টিকিট পান লোকসভা ভোটে। তবে লোকসভায় হেরে যান বিজেপির কাছে। এবার বিধানসভায় জিতলেন বড় ব্যবধানে।
৩৮ হাজার ভোট জয়ী হয়েছেন রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। জয়ের পর তিনি বলেন, ‘‘বিজেপি মানুষের খবর রাখে না। আমোদে ব্যস্ত। পিছিয়ে পড়া শ্রেণির মানুষের কথা বিজেপি ভাবে না। মানুষ সেটা বুঝে গিয়েছে। তাই আজকের এই ফল।’’
গত বুধবার রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। এই চার কেন্দ্রের মধ্যে তিনটিতেই উপনির্বাচন হয়েছে বিধায়কেরা দলবদল করায়। মানিকতলার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। ২০২১-এর ফলাফলে শুধুমাত্র মানিকতলায় জিতেছিল তৃণমূল। বাকি তিনটিতেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। এ বার চারটি আসনই নিজেদের দখলে নিল রাজ্যের শাসক দল।