দেশের সেরার তালিকায় কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশে জায়গা করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় র‌্যাঙ্কিং অনুযায়ী, এবার চতুর্থ স্থানে উঠে এলে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় দেশে অষ্টম স্থান অধিকার করেছে।

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশে পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয় আছে – কলকাতা এবং যাদবপুর। তবে এবার যাদবপুরের নীচে নেমে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে। গতবার চতুর্থ স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

এই তালিকা প্রকাশিত হওয়ার পরেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘এনআইআরএফ ইন্ডিয়া তালিকা ২০২২ অনুসারে, ভারতের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরা স্থান দখল করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেরা কলেজের মধ্যে অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। শিক্ষাক্ষেত্রের নানা কৃতি, অংশীদার ও পড়ুয়াদের আমার শুভেচ্ছা।’

আরও পড়ুন :

ভারতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান, নজরদারি কেন্দ্রের

আজ থেকেই শুরু বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ! কোথা থেকে পাবেন টিকা? জেনে নিন

নারী পুরুষে বৈষম্যে আজ ভারত কোথায় দাঁড়িয়ে

দার্জিলিঙের দোকানে মোমো বানালেন মমতা

ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Related posts

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ শুনানি সুপ্রিম কোর্টে