ক্যানিংয়ের তৃণমূল নেতা-সহ ৩ জনকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ

ক্যানিংয়ের জনবহুল এলাকায়, তৃণমূল নেতা-সহ ৩ জনকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। সকাল ৯টা নাগাদ পিয়ারের পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বিধায়ক পরেশ রামদাস। আরও কয়েকজন বিধায়ক ক্যানিংয়ে যেতে পারেন বলে খবর।

জানা গিয়েছে, মৃত পঞ্চায়েত সদস্যের নাম স্বপন মাঝি। আর বাকি দুজনের নাম ঝন্টু হালদার, ভূতনাথ প্রামাণিক। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস জানিয়েছেন, ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে সেখানে বৈঠক ডাকা হয়েছিল।ঠিক সেই সময় পিছন দিক থেকে হামলা করে জনা চার-পাঁচেক আততায়ী। অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তৃণমূল নেতাকে গুলি করে, কুপিয়ে খুন করে। পালানোর সময়, তাঁর দুই সঙ্গীকেও গুলি করে, কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা-কর্মীকে খুনের পিছনে থাকতে পারে ব্যক্তিগত কোনও শত্রুতা। সেই কারণেই হয়তো এই নৃশংস হত্যাকান্ড। তিনজনকেই গুলি করে খুন করা হয়। ঘটনাস্থলে যাচ্ছেন ভবানী ভবনের সিনিয়র পুলিশ আধিকারিকরা।

আরও পড়তে পারেন :

লন্ডনে সৌরভ প্রি বার্থ ডে সেলিব্রেশন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের, বিশ্রামে বিরাট-রোহিত, অধিনায়ক ধাওয়ান

মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান-ধস হিমাচলপ্রদেশে, সিমলায় ধসে মৃত্যু, নিঁখোজ অনেকে

বুধবার ভারতে একলাফে কোভিড সংক্রমণ বেড়েছে ২৩ শতাংশ

মধ্যবিত্তের পকেটে টান, ফের মহার্ঘ রান্নার গ্যাস

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন