আজ ঝাড়খণ্ড বিধানসভায় শক্তিপরীক্ষা! চম্পই সরেন সরকার কি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে?

ঝাড়খণ্ডের রাজনীতিতে আজ, সোমবার একটি গুরুত্বপূর্ণ দিন। চম্পই সরেন সরকার বিধানসভায় শক্তি পরীক্ষার মুখোমুখি হবে। এর মাধ্যমে সরকারের ভবিষ্যৎও নির্ধারণ করা হবে।

এর আগে ৩১ জানুয়ারি, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, তারপরে চম্পই সোরেনকে মুখ্যমন্ত্রী করার জন্য বিধানসভা দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২ ফেব্রুয়ারি (শুক্রবার) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চম্পই সোরেন। সরকার টিকিয়ে রাখতে এ দিন চম্পই সরেনকে আস্থা ভোটে জয়ী হতে হবে।

বর্তমানে ঝাড়খণ্ডে একটি মহাজোট সরকার রয়েছে, যার মধ্যে জেএমএমের ২৯ জন, কংগ্রেসের ১৭ জন, আরজেডির একজন এবং সিপিআই (এমএল)-এর একজন বিধায়ক রয়েছেন। সরকারপক্ষে মোট সংখ্যা ৪৮ জন বিধায়ক। যেখানে, সরকার গঠনের জন্য ৪১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন।

বিধায়ক কেনবেচার ভয়ে দলের বিধায়কদের অন্যত্র সরিয়ে দিয়েছিল জেএমএম এবং কংগ্রেস। তবে, রবিবার, বিধায়কদের হায়দরাবাদ থেকে রাঁচিতে ফিরিয়ে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী চম্পই সোরেনের শপথের পর এই বিধায়কদের হায়দরাবাদ পাঠিয়ে দেওয়া হয়েছিল। জেএমএম ও কংগ্রেসের দাবি, বিরোধী দল বিজেপি বিধায়ক ভাঙাতে চাইছে।

Related posts

সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তি, এসএসসি মামলা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এসএসসি চাকরি বাতিল মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, বেতন ফেরতেও অন্তবর্তী স্থগিতাদেশ

‘কারা বৈধ, তালিকা আছে’, চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে জানাল এসএসসি