ফের ক্লাসের সময়সীমায় বদল, দশম-দ্বাদশের ক্লাস সপ্তাহে ৩ দিন, নবম-একাদশ ২ দিন

ডেস্ক: এক সপ্তাহের মধ্যেই ফের ক্লাসের সময়সীমায় বদল। স্কুলের পরিবর্তিত সময়সূচি নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের একটি বড় অংশকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। এবার আগের সূচিতে কিছুটা পরিবর্তন করছে শিক্ষা দফতর। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাসের সময়সূচি কিছুটা পরিবর্তন করল শিক্ষা দফতর। ক্লাসে পড়ুয়াদের উপস্থিতি ও শনিবার ক্লাস নিয়ে আপত্তি উঠছিল। সেই সমস্যা সমাধানে ক্লাসের নতুন কর্মসূচি ঘোষণা করল শিক্ষা দফতর। 


নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস এর সময়সীমা বদল করা হল। ক্লাস এর সময়সীমা বদল এর পাশাপাশি এবার পৃথক পৃথক দিনেই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। রবিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে বর্তমান করোনা পরিস্থিতিতে দূরত্ব বজায় রাখার জন্য দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সোমবার, বুধবার এবং শুক্রবার। অর্থাৎ সপ্তাহে তিনদিন দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে। অন্যদিকে সপ্তাহে দু’দিন নবম ও একাদশ শ্রেণীর ক্লাস হবে।

আরও পড়ুন: রাজস্থানের মন্ত্রিসভায় রদবদল, নতুন ১৫ মন্ত্রী!


এতদিন ২টো শিফটে হচ্ছিল ক্লাস। নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে ১০ টা থেকে আর দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে ১১ টা থেকে। এর ফলেও একটা সমস্যা তৈরি হচ্ছে। নতুন নির্দেশিকায় সেই সব সমস্যা কিছুটা মিটবে বলে মনে করছেন শিক্ষকদের একটি বড় অংশ।

Related posts

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ শুনানি সুপ্রিম কোর্টে

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা