49
উত্তরবঙ্গ সফরে আলিপুরদুয়ারে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি সেখানকার প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন এবং এ বছর আলিপুরদুয়ারেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করবেন।
গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলেও, বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের তৃণমূলে যোগদানের পর মাদারিহাট উপনির্বাচনে জয় পান তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।