44
টানা পশ্চিমি ঝঞ্ঝার কারণে চলতি সপ্তাহেও রাজ্যে শীতের আমেজে ভাটা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা থাকবে।
উত্তরবঙ্গের কিছু জেলায় সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শীতের মধ্যে এমন উষ্ণতা নতুন কিছু নয়। ২০০৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে টানা তিন দিন কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে উঠেছিল, আর ২০০৮ সালে ২০-২২ জানুয়ারির মধ্যে তা ৩২ ডিগ্রিতে পৌঁছেছিল।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৬ জানুয়ারির পর আবার শীতের প্রভাব ফিরতে পারে।