612
কলকাতা : বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক নজরে দেখে নেব বাজেটের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি।
- আগামী অর্থবর্ষে মাদ্রাসার জন্য ৫০ কোটি বরাদ্দ করা হবে।
- ১০ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন করবে করা হবে।
- কলকাতা পুলিশে নতুন নেতাজি ব্যাটিলিয়ন গঠন করা হবে। এর জন্য বরাদ্দ ১০ কোটি টাকা।
- ১০ কোটি মানুষ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় বলে জানালেন মুখ্যমন্ত্রী।
- ২০২১ জুনের পরেও চালু থাকবে বিনামূল্যে রেশন।
- ৬০ বছরের ঊর্ধ্বেদের জন্য পেনশন, পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি করবে রাজ্য।
- আগামী ৫ বছরে ৪৬ হাজার কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি করা হবে।
- মা উড়ালপুল থেকে গুরুসদয় দত্ত রাস্তা পর্যন্ত উড়ালপুল। বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল তৈরি হবে। বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল তৈরি হবে। উল্টোডাঙা-পোস্তা, পাইকপাড়া-শিয়ালদা পর্যন্ত উড়ালপুল। গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত উড়ালপুল তৈরি হবে। রুবি থেকে কালিকাপুর, বালিগঞ্জে পথচারীদের জন্য স্কাইওয়াক। পার্ক সার্কাসে পথচারীদের জন্য স্কাইওয়াক।
- ২ বছরের মধ্যে অন্ডাল বিমানবন্দর তৈরি হবে।
আরও পড়ুন : রাজ্য বাজেটে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে বরাদ্দ বাড়ল, সুবিধা পাবেন ভাগচাষিরাও