প্রথম পাতা খবর ভোট-পরবর্তী হিংসার ঘটনায় উদ্বেগ রাজ্যপাল, ধনকড়ের ফোন মোদীর

ভোট-পরবর্তী হিংসার ঘটনায় উদ্বেগ রাজ্যপাল, ধনকড়ের ফোন মোদীর

135 views
A+A-
Reset

ডেস্ক: রাজ্যে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় উদ্বেগ রাজ্যপাল জগদীপ ধনকরের। এদিন রাজ্যপাল ট্যুইট করে বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ ও রাজ্য পুলিশকে এই অর্থহীন রাজনৈতিক হিংসা, ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা ও হুমকি প্রতিরোধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এ ধরনের ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। সারা বিশ্বের সমগ্র বঙ্গ সমাজই আইন-শৃঙ্খলার অভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। শুধু পশ্চিমবঙ্গেই কেন ভোট-পরবর্তী হিংসা? গণতন্ত্রের ওপর এই নিগ্রহ কেন?

আরও পড়ুন: করোনা জেরে এই মরশুমের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল


এর পাশাপাশি, এদিন রাজ্যের হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ ফোন করে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  রাজ্যের যা পরিস্থিতি তাতে তিনি অত্যন্ত বিচলিত। রাজ্যে যেভাবে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুট ও খুনের ঘটনা ঘটে চলেছে তা আমি প্রধানমন্ত্রীর দফতরকে জানিয়েছি। আশাকরি এনিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.