ডেস্ক: করোনা জেরে এই মরশুমের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল৷ আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে রাজীব শুক্লা এই খবর জানিয়ে দিয়েছেন৷
করোনা সংকটের গুরুত্বের পরিপ্রেক্ষিতে আইপিএল প্রশাসন এবারের আইপিএলের সব ম্যাচই স্থগিত করে দিয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত আইপিএলের চারটি দলের খেলোয়াড়দের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: দৈনিক সংক্রমণ কমলেও থামছে না মৃত্যু মিছিল
আইপিএল টিমগুলির একাধিক প্লেয়ার করোনায় আক্রান্ত। সংক্রমিত হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা। সংক্রমিত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রও। গত কাল করোনা পজিটিভ হন বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র৷ চেন্নাই থেকেও পজিটিভ হন৷
তার জেরেই একের পর এক ম্যাচ বাতিল হয়ে যেতে শুরু করেছে। স্বভাবতই টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাওয়াটাই অসম্ভব হয় পড়ে।