কলকাতা: প্রবীণ সিপিএম নেতা বিমান বসু হঠাৎ অসুস্থ হয়ে সোমবার রাতে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, দক্ষিণ দিনাজপুর থেকে কর্মসূচি শেষ করে ফেরার পথে মালদহে তাঁর শরীর খারাপ হতে শুরু করে। শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর পরও তাঁর জ্বর কমেনি, যার ফলে রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, মঙ্গলবার বিমান বসুর বিভিন্ন শারীরিক পরীক্ষা হবে এবং সেগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়া হবে। সেলিম-সহ দলের অন্যান্য নেতারা হাসপাতালে গিয়ে বিমান বসুর খোঁজখবর নিয়েছেন।
দলীয় সূত্রে আরও জানা যায়, বিমান বসু প্রথমে হাসপাতালে যেতে চাননি এবং আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় দফতরেই চিকিৎসার ইচ্ছে প্রকাশ করেন। তবে পরে অনেক বুঝিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল এবং তিনি চা ও জলখাবারও খেয়েছেন।