31
কলকাতা: ফের কলকাতার রাস্তায় বাসের রেষারেষির বলি হল এক স্কুলপড়ুয়া। মঙ্গলবার সল্টলেকের ২ নম্বর গেটের কাছে, স্কুল থেকে মায়ের সঙ্গে ফিরছিল তৃতীয় শ্রেণির ছাত্রটি। সেই সময় সল্টলেক-হাওড়া রুটের একটি বাসের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর, ক্ষুব্ধ স্থানীয়রা ঘটনাস্থলে পথ অবরোধ করেন। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবরোধ সরানো হয়। এই দুর্ঘটনা আবারও শহরের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে, কারণ এর আগে বেহালা এবং বাঁশদ্রোণিতে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে দুই স্কুল পড়ুয়া।
স্থানীয়দের দাবি, শহরে বাসের রেষারেষি বন্ধে প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন।