আবারও পিছোল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। বুধবার বিকেল ২টায় শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, তা তালিকার অনেক পিছনে থাকায় হয়নি। এই নিয়ে পরপর ১৮ বার পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি। শেষবার শুনানি হয়েছিল ২০২৪ সালের ১ ডিসেম্বর।
মামলাটি এখন বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে রয়েছে। এদিন মামলাটি ছিল তালিকায় ৪০ নম্বরে। তাই শুরু থেকেই আশঙ্কা ছিল শুনানি হবে না, আর তা-ই হল। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, শুক্রবার শুনানি হবে বলে আদালত আশ্বাস দিয়েছে। তিনি বলেন, “আর তারিখ বদল হবে না বলেই জানানো হয়েছে।”
২০২২ সালের মে মাসে কলকাতা হাই কোর্ট কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিলেও, তা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। মামলার প্রথম শুনানি হয় ২০২২ সালের ২৮ নভেম্বর। তারপর থেকেই নানা কারণে পিছিয়ে এসেছে এই গুরুত্বপূর্ণ মামলা।
আন্দোলনকারী সরকারি কর্মচারীদের তরফে বলা হচ্ছে, বারবার তারিখ পিছনোয় তাঁদের উপর মানসিক চাপ বাড়ছে। তবে শুক্রবারের সম্ভাব্য শুনানিকে ঘিরে আপাতত আশা বাঁচিয়ে রেখেছে কর্মী মহল।