প্রথম পাতা খবর ২৩ দিন পর পাক বন্দিদশা থেকে মুক্ত রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম সাউ

২৩ দিন পর পাক বন্দিদশা থেকে মুক্ত রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম সাউ

109 views
A+A-
Reset

২৩ দিন পর স্বস্তির নিশ্বাস রিষড়ায়—মুক্তি পেলেন পাকিস্তানের হাতে বন্দি হওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। বুধবার সকালে অমৃতসরের আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতীয় হাতে তুলে দেয় পাকিস্তান। বিএসএফ জানিয়েছে, সমস্ত প্রোটোকল মেনে শান্তিপূর্ণভাবেই হয়েছে জওয়ানের প্রত্যাবর্তন।

পূর্ণম সাউ ফিরোজ়াবাদে পোস্টেড ছিলেন। গত ২৩ এপ্রিল, পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরদিন টহলের সময় ভুলবশত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন তিনি। জানা গিয়েছে, প্রচণ্ড রোদে ছায়ার খোঁজে পাকিস্তান সীমান্তের একটি গাছের তলায় বসতেই তাঁকে ধরে ফেলে পাক বাহিনী।

এমন ঘটনায় সাধারণত ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিষয় মেটানো হয়। কিন্তু ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে পাকিস্তান বারবার সেই প্রস্তাব এড়িয়ে যায়। অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে উদ্বেগ আরও বাড়ে।

অবশেষে ২৩ দিন পর মুক্ত হলেন পূর্ণম সাউ। সম্পূর্ণ সুস্থ আছেন তিনি, জানিয়েছে বিএসএফ। ছেলের মুক্তির খবর পেয়ে স্বস্তিতে সাউ পরিবার। রিষড়ায় ফিরল আনন্দের হাওয়া।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.