প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বেড়ে ৩০ জুন

নয়াদিল্লি: প্যান-আধার লিঙ্ক করার শেষদিনের সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হল। মঙ্গলবার মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্র জানিয়েছে, এই কাজের জন্য আরও তিন মাস বেশি সময় পাওয়া যাবে।

বর্তমানে ১০০০ টাকা জরিমানা-সহ প্যান-আধার লিঙ্ক করা যাচ্ছে। আগামী তিন মাস এই প্রক্রিয়া চলবে। এর মধ্যে কাজটি না করলে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। সেক্ষেত্রে অর্থমন্ত্রক জানিয়েছে, জরিমানার টাকা মিটিয়ে দিলে ৩০ দিনের মধ্যে প্যান আবার চালু করা যেতে পারে।

অর্থমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার এখনও পর্যন্ত ৫১ কোটি প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্যান-আধার লিঙ্ক না করলে কী সমস্যা হবে

৩০ জুন, ২০২৩-এর মধ্যে প্যান-আধার লিঙ্ক না করলে অনেক ক্ষেত্রে এর প্রভাব পড়বে যেমন:

১) আপনি নিষ্ক্রিয় প্যান ব্যবহার করে আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন না

২) মুলতুবি রিটার্ন প্রক্রিয়া করা হবে না

৩) নিষ্ক্রিয় প্যান-এ বকেয়া রিফান্ড জারি করা হবে না

৪) প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে ত্রুটিপূর্ণ রিটার্নের ক্ষেত্রে বকেয়া প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না

৫) প্যান নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে উচ্চ হারে কর দিতে হবে।

উপরোক্ত ছাড়াও, আপনি ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে অসুবিধার সম্মুখীন হতে পারেন। কারণ প্যান হল সমস্ত ধরনের আর্থিক লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ কেওয়াইসি (KYC) মানদণ্ডগুলির মধ্যে একটি৷ সে ক্ষেত্রে আপনার প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে কেওয়াইসি বিঘ্নিত হবে। যাঁদের কেওয়াইসি হিসেবে প্যান দেওয়া রয়েছে, তা আধারের সঙ্গে লিঙ্ক না করা থাকলে সমস্যায় পড়াটাই স্বাভাবিক।

Related posts

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ শুনানি সুপ্রিম কোর্টে

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা