প্রথম পাতা খবর তীব্র দাবদাহে ‘জ্বলছে’ দিল্লি, তাপমাত্রা ৫০ ছুঁইছুঁই ডিগ্রি

তীব্র দাবদাহে ‘জ্বলছে’ দিল্লি, তাপমাত্রা ৫০ ছুঁইছুঁই ডিগ্রি

67 views
A+A-
Reset

তীব্র দাবদাহে ‘জ্বলছে’ দিল্লি, তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁইছুঁই। রবিবার দিল্লির বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়। যার জেরে জনজীবন কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। শুষ্ক পশ্চিমী বায়ুর প্রবেশের কারণের এই পরিস্থিতি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশপুরে পারদ ছিল ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস। আর নাজফগড়ে তাপমাত্রা ছিল ৪৯.১ ডিগ্রি। এই দুটি জায়গা রেকর্ড তৈরি করেছে। এছাড়া স্পোর্টস কমপ্লেক্সে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮.৪ ডিগ্রি সেলসিয়াস, জাফরপুরে ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াস, পীতামপুরায় ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস এহং রিডে ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। আয়াননগরে ৪৬.৮ ডিগ্রি সেলসিয়াস, পালামে ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস, লোধী রোডে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মৌসমভবন দিল্লিবাসীকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। সাম্প্রতিক অতীতে দিল্লিতে এরকম গরম পড়েছিল বলে মনে করতে পারছেন না দিল্লির বাসিন্দারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা। দেখলে মনে হবে, রাজধানীতে চলছে অঘোষিত বনধ। মৌসমভবন থেকে দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কবে তীব্র দহন থেকে দিল্লিবাসী মুক্তি পাবে, সে ব্যাপারে মৌসমভবন কোনও আশ্বাসবাণী শোনাতে পারছে না। তাদের আশঙ্কা, আগামীদিনে তাপমাত্রা আরও বাড়বে। দিল্লির তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই তারা মনে করছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.