কলকাতা: নিম্নচাপের প্রভাব আপাতত কেটেছে। তবে বর্ষার স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রাজ্যজুড়ে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কোনও কোনও জেলায়। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বর্ষার স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই সেই বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার হাতেগোনা কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের ছ’টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মঙ্গলবার। ওই ছ’টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।