আজ মহাষষ্ঠী, দেবীর বোধন মণ্ডপে মণ্ডপে

কলকাতা: ঢাকের বোল উঠছে মণ্ডপে মণ্ডপে। আকাশও সকাল থেকেই পরিষ্কার। ফলে আকাশে-বাতাসে এখন দুর্গাপুজোর গন্ধে মাতোয়ারা বাঙালি।

শুক্রবার মহাষষ্ঠী। দেবীর বোধন। মৃণ্ময়ী মা চিন্ময়ী হয়ে অধিষ্ঠান করবেন মণ্ডপে, মণ্ডপে। বোধনের পরই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয় বলে বিশ্বাস। প্রচলিত ধারণা অনুযায়ী, এ দিনই স্বর্গ থেকে মর্ত‍্যে পদার্পণ করেন দেবী দুর্গা। সঙ্গে থাকেন তাঁর চার সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এ দিন দুর্গার মুখের আবরণ উন্মোচিত হয়।

বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷

প্রসঙ্গত, দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২.৩২ মিনিটেই ষষ্ঠীতিথি শুরু হয়ে গিয়েছে। ষষ্ঠী তিথি থাকবে শুক্রবার রাত ১১.২৫ মিনিট পর্যন্ত।

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ