কলকাতা: ‘মাতৃভূমি লোকাল’ আর শুধু মহিলাদের জন্য সীমাবদ্ধ থাকছে না। এবার থেকে তিনটি নির্দিষ্ট কামরা পুরুষ যাত্রীরাও ব্যবহার করতে পারবেন—রবিবার এই সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্ব রেল।
শিয়ালদহ থেকে চলা ছ’জোড়া মহিলা স্পেশাল ট্রেনে দেখা গেছে, গড়ে প্রায় ২৫ শতাংশ আসন খালি থাকছে। সেই অতিরিক্ত আসনকে কাজে লাগাতেই পুরুষদের জন্য কোচ চালু করার সিদ্ধান্ত নেয় রেল।
নতুন নিয়ম অনুযায়ী, শিয়ালদহ দিক থেকে ৪, ৫ ও ৬ নম্বর কোচ পুরুষদের জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে দক্ষিণ শাখার একাধিক রুটে মহিলা কোচ সংখ্যা বাড়ানোয় পুরুষ যাত্রীরা রেল অবরোধ করেছিলেন। রেলের আশা, নতুন এই সিদ্ধান্তে সেই সমস্যা অনেকটাই মিটবে।
অফিস টাইমে ট্রেনযাত্রাকে আরও স্বচ্ছন্দ করতে শিয়ালদহ মেন, উত্তর ও দক্ষিণ শাখায় চলা মাতৃভূমি স্পেশাল ট্রেনেই প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।